2:38 pm , February 24, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে আয়োজিত বরিশাল জেলা ইজতেমার দ্বিতীয় দিনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপির উদ্যোগে ৫ হাজার বোতল বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে ইজতেমা মাঠে বরিশাল মহানগর ছাত্রলীগ এর একটি স্বেচ্ছাসেবী টিম বরিশাল জেলা ইজতেমার আমীর মো: সেলিম চৌধুরী ও মো: লিয়াকত হোসেনের মাধ্যমে আগত মুসুল্লীদের মাঝে বিতরণ করা হয়। জানাগেছে, তিন দিনব্যাপী বরিশাল জেলা ইজতেমা উপলক্ষ্যে আগত মুসুল্লীদের প্রাথমিক চিকিৎসা সেবাসহ বিশুদ্ধ খাবার পানি, জরুরী এ্যাম্বুলেন্স সেবা ও ফ্রি ঔষধ বিতরণের জন্য মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছেন জাহিদ ফারুক শামীম এমপি। তার উদ্যোগে বরিশাল জেলা ইজতেমা মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বক্ষনিকভাবে জরুরী সেবা চালু করায় ধর্মপ্রান মুসুল্লীরা নির্বিঘেœ জমায়েত হচ্ছেন। ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স সরদার জানান, বরিশাল জেলা ইজতেমা উপলক্ষে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপির নির্দেশনা মোতাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে কয়েকটি টিম গঠন করে সেচ্ছাসেবক হিসাবে সার্বক্ষনিক ভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, অভিজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা পত্র অনুযায়ী ফ্রি ঔষধ বিতরণ সহ প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ দিতে তারা দিনরাত সার্বক্ষনিক ভাবে ইজতেমা মাঠে রয়েছেন। জরুরী সেবার জন্য এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, মোবাইল চার্জের ব্যবস্থা সহ আগত মুসুল্লীদের সুবিধার্তে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।