3:46 pm , February 23, 2023

পরিবর্তন ডেস্ক ॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড কার্তুজ, পাঁচটি ককটেলসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের মকবুল বালীর ছেলে মো. শাহিন বালী (৩৩), একই উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের কাঞ্চন খলিফার ছেলে নাদিম খলিফা (২৪), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী এলাকার সিদ্দিক সিকদারের ছেলে সবুজ সিকদার (৩৯), একই উপজেলার ভুতুরিয়া গ্রামের তুহিন শেখের ছেলে মো. ফরিদ ইসলাম (২৭) এবং বরিশাল জেলার বিমানবন্দর থানার মহিষাদী এলাকার আলী আজম হাওলাদারের ছেলে লিটন হাওলাদার ওরফে বেকা লিটন (৩৫)।তাদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় নিয়মিত মামলা রুজু শেষে গতকাল বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে নেছারাবাদ থানার এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশ উপজেলার সোহাগদল ও সুটিয়াকাঠী ইউনিয়নে টহল দিচ্ছিলেন। এ সময় উপজেলার সোহাগদল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোহাগদল গ্রামের কাঞ্চন খলিফার ছেলে নাদিমের ঘরে অনেক অপরিচিত লোকজন অবস্থান করছে- এমন তথ্য মোবাইলে তিনি বিষয়টি ওসিকে দেন।ওসি আবির মোহাম্মদ হোসেন তাৎক্ষণিক নেছারাবাদ থানার এসআই পনির, এসআই মনিরুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম, এএসআই ইয়াছিন ও এএসআই সোহেল রানাসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান।পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচ-ছয়জন ডাকাতদলের সদস্য কৌশলে পালিয়ে গেলেও পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড কার্তুজ, পাঁচটি ককটেলসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এদের মধ্যে শাহিন বালী, সবুজ সিকদার ও বেকা লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের দেওয়া তথ্য মোতাবেক অন্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে।