ছাত্রলীগের মামলায় পিরোজপুরের ৬ বিএনপি নেতা কারাগারে ছাত্রলীগের মামলায় পিরোজপুরের ৬ বিএনপি নেতা কারাগারে - ajkerparibartan.com
ছাত্রলীগের মামলায় পিরোজপুরের ৬ বিএনপি নেতা কারাগারে

3:45 pm , February 23, 2023

পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার ছাত্রলীগের দেওয়া মামলায় বিএনপির আহবায়কসহ ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহষ্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুজ্জামান এ রায় দেন। কারাগারে প্রেরণকারীরা হলেন :  জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির মল্লিক, জেলা যুবদলের ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক রিয়াজ শিকদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার। আদালত সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনকে স্বাগত জানিয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলটি জেলা কালেক্টরেট স্কুলের প্রধান গেটে পৌঁছলে অপরদিক থেকে  জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে আসা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের একটি মিছিল মুখোমুখি হয়। এসময় ছাত্রলীগ কর্মীদের হত্যার উদ্দেশ্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্দেশে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ অন্য আসামিরা তাদের ওপর বোমা হামলা করে। পরে বিএনপি-ছাত্রলীগের মধ্যে শহরের পোস্ট অফিস সড়কে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  ২৪ ডিসেম্বর রাতেই এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামী করে সদর থানায় একটি বিস্ফোরক আইনে মামলা করা হয়। হাইকোর্ট থেকে আগাম জামিনের পর সেই মামলায় আজ বিএনপির নেতাকর্মীরা নি¤œ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, জেলা বিএনপির আহবায়কসহ মোট ৬ জনকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই রায় মানি না। এই মামলার কোন ভিত্তি নেই। আমরা এই সরকারের কাছে মুক্তি চাইবো না আমরা মুক্তি চাইবো এ দেশের জনগনের কাছে। আসামী পক্ষের আইনজীবি খাইরুল ইসলাম বাশার বলেন, আমরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করেছে। আমরা এই মিথ্যা মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে কারাগারে প্রেরণকারীদের দ্রুত মুক্তির দাবি জানচ্ছি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT