3:41 pm , February 23, 2023

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। বুধবার রাতে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ কমপ্লেক্স মাঠে উপজেলা পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরনিগার সুলতানা। প্রধান অতিথি ছিলেন পিররোজপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। প্রধান বক্তা ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আমিন, উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম তালুকদার প্রমুখ। আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, কাউখালী থানার ওসি মোঃ জাকারিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সিকদার মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ লাইকুজ্জামান মিন্টু তালুকদার, কাউখালী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রতন, কাউখালী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মো: সোয়াইব সিদ্দিকী।