প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহ’র মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহ’র মতবিনিময় সভা - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহ’র মতবিনিময় সভা

3:41 pm , February 23, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় মন্ত্রীর একান্ত সচিব মো. খায়রুল বশার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ওসি গোলাম ছরোয়ারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী একই উদ্দেশ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। আগামী ২৫ ফেব্রুয়ারি  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চার বছর পরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে উপজেলা আওয়ামী লীগ ইতোমধ্যেই বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে পৃথক প্রস্তুতিসভা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT