3:38 pm , February 23, 2023
বিশেষ প্রতিবেদক ॥ যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান হয়েছে বরিশালের তিন নেতার। মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনকে সিনিয়র সহ সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দীনকে সহ সভাপতি ( বরিশাল বিভাগ) করে ২৫১ সদস্যবিশিষ্ট যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি সভাপতি হয়েছে সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল মোনায়েম মুন্না। গেলো বছরের ২৭ মে ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণার ৯ মাসের মাথায় বুধবার বিকেলে ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মাসুদ হাসান মামুন ও এইচ এম তসলিম উদ্দিনকে কমিটিতে স্থান দেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বলেন, মাসুদ হাসান ও তসলিমউদ্দিন সংবর্ধনা প্রদান করা হবে।