ঐতিহ্যবাহি মোহামেডান স্পোটিং ক্লাব ও মাঠ রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন ঐতিহ্যবাহি মোহামেডান স্পোটিং ক্লাব ও মাঠ রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
ঐতিহ্যবাহি মোহামেডান স্পোটিং ক্লাব ও মাঠ রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন

3:36 pm , February 23, 2023

১ মার্চ মোহামেডান স্পোটিং ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক ॥ রাজপথে আন্দোলন ও আইনি লড়াইয়ের মাধ্যেমে ঐতিহ্যবাহি বরিশাল মোহামেডান স্পোটিং ক্লাব ও মাঠ রক্ষার দাবীতে টাউন হল চত্বরে উন্মুক্ত স্থানে সংবাদ সম্মেলন করেছে মোহামেডান স্পোটিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটি। গতকাল বেলা ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোহামেডান ক্লাবের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়। ঐতিহ্যবাহি মোহামেডান ক্লাব ও মাঠ রক্ষা কমিটির আহবায়ক আমিন উদ্দিন মোহনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লাব ও মাঠ রক্ষা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম খান। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন,অভিভক্ত বাংলার ব্রিটিশ শাসনামলে জাতীয় জাগরণের প্রতীক হিসেবে বরিশাল মোহামেডান স্পোটিং ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। খেলাধুলার অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য সেসময়ের জমিদার ও মুসলিম সভ্রান্ত পরিবার মিলে বরিশাল শহরে এই মোহামেডান স্পোটিং ক্লাব প্রতিষ্ঠা করেন। সেই সময় ঢাকা মোহামেডান ক্লাবেরও জন্ম হয়নি। ১৯৩৭ সালে বরিশালের জমিদার সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছেলৈ সৈয়দ ফজলে রাব্বী বরিশাল নগরের বরিশাল মৌজায় ৩৩০ শতাংশ জমি দান করে এবং ১৯৪২ সাল থেকে এই স্থানে মোহামেডান স্পোটিং ক্লাবের খেলাধুলা থেকে সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো। বাংলাদেশ স্বাধীন পরবর্তী মোহামেডান স্পোটিং ক্লাবের সেক্রেটারির অনুকুলে বিএস পর্চা অনুসারে নিজস্ব অধিকারভূক্ত হয়। এসময় তারা আরো বলেন, ইতিহাসের প্রথমদিকে মোহামেডান স্পোটিং ক্লাবটি মুসলিম ছেলে-মেয়েদের স্বার্থে পরিচালিত হলেও পরবর্তীতে সকল জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন খেলাধুলার প্রতিষ্ঠানে পরিনত হয়।  ১৯৩৮ সালের দিকে গৌরবের অধ্যায় হিসেবে অভিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের অনুপ্রেরণায় খান বাহাদুর হাসেম আলী খান এবং বাংলা বাজারের মেছের আলী তালুকদারের  প্রচেষ্টায় কোলকাতা মোহামেডান ক্লাবের সাথে বরিশাল মোহামেডান ক্লাবের বেলর্সপার্ক মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে  বলেন, মোহামেডান স্পোটিং ক্লাবটি রাতের আধারে সকলের অগোচরে গুড়িয়ে দিয়ে আপাতত সফল হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। ইতিমধ্যে মোহামেডান স্পোটিং ক্লাব ও মাঠ রক্ষার দাবীতে নগরের রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, ছাত্র, যুবকদের সমন্বয়ে আমিন উদ্দিন মোহনকে আহবায়ক ও নজরুল ইসলাম খানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট মোহামেডান ক্লাব ও মাঠ রক্ষা কমিটি গঠন করা হয়েছে। আগামী পহেলা মার্চ মোহামেডান স্পোটিং ক্লাব প্রাঙ্গনে সকলকে নিয়ে এক মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, বাংলাদেশ কমিউনিস্টলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,সাবেক ফুটবলার গাজী সাইফুর রহমান দুলাল, কাজী এনায়েত হোসেন শিপলু সহ ক্লাব রক্ষা কমিটির সদস্যরা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT