3:35 pm , February 23, 2023

বিশেষ প্রতিবেদক ॥ লক্ষাধিক মুসুল্লীর অংশ গ্রহণে বরিশাল মহানগরীর সরদার পাড়া এলাকায় শুরু হয়েছে তাবলিগ জামাতের ৩ দিনের জেলা পর্যয়ের ইজেতেমা। দিল্লীর হযরত মাওলানা সাদ আহমদের অনুসারী তাবলিগ গ্রুপের এ ইজতেমায় বরিশাল জেলা ও মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মুসুল্লী অংশ নিয়েছেন। নগরীর নবগ্রাম রোডের সরদার পাড়া এলাকার বিশাল ময়দানজুড়ে এ ইজেতেমায় অংশ গ্রহণকারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। শুক্রবার এ ময়দানেই বিশাল জামাতে মুসুল্লীরা জুমার নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। এ নামাজেও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসুল্লী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
শনিবার দুপুর ১২টার পরে আখেরী মোনাজাতের মাধ্যমে ৩ দিনের বরিশাল জেলা পর্যায়ের ইজেতমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আখেরী মোনাজাত শেষে জোহরের নামাজে লক্ষাধিক মুসুল্লী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।