বরিশালে জেলা পর্যায় ৩ দিনব্যাপী ইজেতমা শুরু বরিশালে জেলা পর্যায় ৩ দিনব্যাপী ইজেতমা শুরু - ajkerparibartan.com
বরিশালে জেলা পর্যায় ৩ দিনব্যাপী ইজেতমা শুরু

3:35 pm , February 23, 2023

বিশেষ প্রতিবেদক ॥ লক্ষাধিক মুসুল্লীর অংশ গ্রহণে বরিশাল মহানগরীর সরদার পাড়া এলাকায় শুরু হয়েছে তাবলিগ জামাতের ৩ দিনের জেলা পর্যয়ের ইজেতেমা। দিল্লীর হযরত মাওলানা সাদ আহমদের অনুসারী তাবলিগ গ্রুপের এ ইজতেমায় বরিশাল জেলা ও মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মুসুল্লী  অংশ নিয়েছেন। নগরীর নবগ্রাম রোডের সরদার পাড়া এলাকার বিশাল ময়দানজুড়ে  এ ইজেতেমায় অংশ গ্রহণকারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। শুক্রবার এ ময়দানেই বিশাল জামাতে মুসুল্লীরা জুমার নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। এ নামাজেও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসুল্লী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
শনিবার দুপুর ১২টার পরে আখেরী মোনাজাতের মাধ্যমে ৩ দিনের বরিশাল জেলা পর্যায়ের ইজেতমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আখেরী মোনাজাত শেষে জোহরের নামাজে লক্ষাধিক মুসুল্লী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT