নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই সেবা দেবে পুলিশ -স্বরাষ্ট্র মন্ত্রী নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই সেবা দেবে পুলিশ -স্বরাষ্ট্র মন্ত্রী - ajkerparibartan.com
নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই সেবা দেবে পুলিশ -স্বরাষ্ট্র মন্ত্রী

3:34 pm , February 23, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের মুলাদিতে আধুনিক পুলিশিং ভবনের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের অধীনেই থাকবে পুলিশসহ অন্যান্য বাহিনী। সবাই তাদের নিয়ন্ত্রনে থাকবে। আমি বিশ্বাস করি সেখানে নির্বাচন কমিশন যেভাবে চাইবে পুলিশ সেভাবেই জনগণকে সেবা দেবে। ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা পুলিশের উদ্যোগে মুলাদী থানা মাঠে আয়োজিত মুলাদি থানা উদ্বোধন ও মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সিলেট ও দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে আমাদের পুলিশ ও গোয়েন্দা সংস্থা অত্যান্ত দক্ষ ও শক্তিশালী হওয়ায় জঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক আমাদের আওতায় তারা এসে পড়বেই। আসাদুজ্জামান আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে ১০১টি আধুনিক পুলিশিং ভবন বিনির্মাণ করা হচ্ছে। আধুনিক পুলিশিং ব্যবস্থার সকল সুযোগ সুবিধা এ থানাগুলোতে থাকবে। থানা ভবন যেমন আধুনিক করা হচ্ছে, ঠিক একইসাথে এর সার্ভিসও যুগোপযোগী করা হবে। আমাদের পুলিশ এখন জনগণের বন্ধু হয়ে কাজ করছে। তারা জনগণের মধ্যেই সবসময় থাকছে।  বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের এমপি শাহে আলম, বরিশাল-৩ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ, বরিশাল-৬ আসনের এমপি নাসরিন জাহান রতœা আমিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, ডিআইজি এইচএম আক্তারুজ্জামান এবং বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ আরো অনেকে। ৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতলা বিশিষ্ট মুলাদী থানা। ভবনের চারতলায় ৮০ জন পুরুষ পুলিশ সদস্য এবং তৃতীয় তলার ৮টি কক্ষে থাকবেন নারী সদস্যরা। এছাড়া নীচতলা ও দোতালায় থাকছে সেবা গ্রহণকারীদের অভ্যার্থনা কক্ষ, নারী-শিশু ও প্রতিবন্ধী ডেস্ক, পুলিশ কর্মকর্তাদের পৃথক কক্ষ, কনফারেন্স রুম, বেতার কক্ষ, সেবা গ্রহনকারীদের জন্য ওয়েটিং রুম, অস্ত্রাগার কক্ষ। এছাড়া নারী ও পুরুষ আসামী এবং শিশু নারী ও শিশু পুরুষের জন্য পৃথক ৪টি হাজত খানা রয়েছে। ওই ৪টি কক্ষে ৮০ জন আসামীকে রাখা যাবে। থানা ভবনে থাকছে নারী ও শিশুদের ব্রেস্ট ফিডিংসহ প্রাথমিক চিকিৎসা সুবিধা। যেখানে আসামী ও বাদীর প্রাথমিক চিকিৎসা দেয়া সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT