3:31 pm , February 23, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর দ্বিতীয় পুণর্মিলনী গতকাল আজ কলেজ কলাভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ৮ টায় রেজিস্ট্রেশন। এর পর পরই র্যালি, উদ্বোধন ঘোষনা, ৫ জন শিক্ষকের মরনোত্তর সন্মাননা, পুণর্মিলনী বক্তার অভিভাষণ, শিক্ষাবৃত্তি প্রদান, স্মৃতিচারণ, গুরুত্বপূর্ন বার্ষিক সাধারণ সভা, র্যাফেল ড্র এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষনা করবেন। বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডঃ আতিউর রহমান পুণর্মিলনী বক্তব্য রাখবেন। তাঁর বক্তব্যের শিরোনাম স্বপ্নের পদ্মাসেতু দক্ষিন বাংলার অর্থনৈতিক রুপান্তরের চাবিকাঠি। অর্থনীতি বিভাগের ৪৮৫ জন প্রাক্তন ছাত্র -ছাত্রী এই পুণর্মিলনীতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। প্রাক্তন ছাত্র ছাত্রীদের স্পাউস এবং সন্তানসন্ততিসহ মোট তালিকাভুক্ত ৫৭৭ জন । ২০১৮ সালের ২০ অক্টোবর যাত্রা শুরু করলেও করোনার নীল থাবায় আয়োজনের ধারাবাহিকতায় ছেদ পরে। কয়েক বছর বিরতির পর আজ দ্বিতীয় পুণর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পুণর্মিলনী স্মারক প্রকাশিত হয় ২০১৯ সালে। এবারের অনুষ্ঠানে নিশ্চিত একটি নাম সবচেয়ে বেশিবার উচ্চারিত হবে সেটি হলো শিক্ষার বাতিঘর, শিক্ষকের শিক্ষক প্রায়ত অধ্যক্ষ প্রফেসর মো: হানিফ স্যার এর নাম। কিছুটা বিলম্বিত হলেও এ বছর দ্বিতীয় পুণর্মিলনী স্মারক প্রকাশিত হবে কিন্তু সেখানে স্যারের শুভেচ্ছা বানী অনুপস্থিত থাকবে। তিনি ছিলেন অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত উপদেষ্টা এবং প্রেরণাদাতা। বিএম কলেজ অর্থনীতি বিভাগ ছিল স্যারের আবেগ ও মমতার কেন্দ্রবিন্দু। প্রফেসর মো: ইসহাক আলী খন্দকার সভাপতি এবং মো: আখতারুজ্জামান খান (সহযোগী অধ্যাপক) সাধারন সম্পাদকসহ বিভিন্ন উপকমিটির অনেকের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই অবস্থান। ৫১ ব্যাচের ‘মাহিন ‘ এর পরিশ্রমী অবদানও অনস্বীকার্য। সভাস্থলে শব্দদূষণ নিয়ন্ত্রন এবং পরিবেশ রক্ষা করার জন্য আয়োজক এবং অংশগ্রহণকারী সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে দ্বিতীয় পুণর্মিলনীর সার্বিক সফলতা কামনা করেছেন অর্থনীতি ১৪ ব্যাচের প্রাক্তন ছাত্র পরিবেশ ও সমাজকর্মী কাজী মিজানুর রহমান।