মঠবাড়িয়ায় দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা ॥ আটক ৪ মঠবাড়িয়ায় দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা ॥ আটক ৪ - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা ॥ আটক ৪

3:36 pm , February 22, 2023

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম হাওলাদার (৩৮) নামে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। এ ঘটনায় থানা পুলিশ ওই রাতেই পিতা, পুত্র সহ সন্দেহ জনক ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো : চালিতাবুনিয়া গ্রামের মো. তোফাজ্জল হওলাদারের ছেলে হাফিজুর রহমান হায়দার (৫০) ও তার ছেলে মো. তাহসিন আরবী (১৮), একই এলাকার মাহবুব হাওলাদারের পুত্র নিয়াজ হাওলাদার (১৮) ও ইউনুচ মিয়ার পুত্র হোসাইন (১৭)। থানা পুলিশ বুধবার সকালে নিহত আমিরুলের লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেছে। নিহত আমিরুল চালিতাবুনিয়া গ্রামের মো. মোকসেদ আলী হওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আমিরুল মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া ছালেহিয়া হামিদিয়া দ্বীনিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষে রাত ২টার দিকে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে দেলোয়ার হোসেন হাওলাদারের বাড়ির সামনে পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। দেলোয়ার হোসেন জানান, একটি চিৎকার শুনে সাথে সাথে ঘর থেমে রাস্তায় নেমে আসি। কিন্তু রাস্তায় এসে আমিরুলকে মৃত অবস্থায় দেখতে পাই। নিহতের বড় ভাই অলিউল ইসলাম জানান, একই গ্রামের হায়দার পঞ্চায়েতের ছেলে তাহসিন আরবীর সাথে মোবাইল ফোন নিয়ে তাদের পরিবারের সাথে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে তাহসিন এক মাস পূর্বে তার দলবল নিয়ে আমিরুলসহ তাদেরকে হুমকি দেয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহ জনক ৪ জনকে আটক করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT