জেলা উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত জেলা উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত - ajkerparibartan.com
জেলা উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

3:35 pm , February 22, 2023

পরিবর্তন ডেস্ক ॥ যথযথ মর্জদায় বরিশালের বিভিন্ন জেলা উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল জৃাতীয় ও দলিয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন। ভোলার লালমোহনে দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এছাড়া দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন শেষে লালমোহন থানার সামনে থেকে একটি প্রভাত ফেরি বের হয়ে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমসহ বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হিজলা উপজেলায় আর্ন্তজাতিক মহান মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারী ভাষা শহীদদের তৎপর্য তুলে ধরতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারী বিকাল ৫ টার সময় উপজেলা সদর বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু মুর‌্যালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হিজলার কৃতি সন্তান ভাষা সৈনিক নায়েবে কুদ্দুস কে সম্মামনা ক্রেষ্ট তুলে দিয়েছে হিজলা মেহেন্দীগঞ্জের এম পি পংকজ নাথ। ঋাষা দিবসের আলোচনা সভায় উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন, নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সাজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। কাউখালীতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাতফেরীর মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে কাউখালী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও বিএনপি, জাতীয় পার্টি জেপি, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব  এবং বিভিন্ন সংগঠন সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে প্রভাতফেরি শেষে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে নামে হাজারো মানুষের ঢল। উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহরের প্রধান সড়কে প্রভাতফেরি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। মঙ্গলবার সকাল ১১টায় কাউখালী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,  কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল মুখার্জি  প্রমূখ। এছাড়াও উপজেলা প্রশাসন শিশুদের চিত্রাঙ্কন, রচনা  প্রতিযোগিতার আয়োজন করে, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক লিটন কৃষ্ণ কর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে সর্বদলীয় রাস্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে লাখেরাজ কসবা গ্রামে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের সমাধিতে ও সকল শহীদদের স্মরনে শহীদ মিনারে ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন করেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন, গৌরনদী রিপোর্টাস ইউনিটি, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামি প্রি-ক্যাডেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক  সামাজিক সংগঠন ও সাংবাদিকরা। পরে মঙ্গলবার সকালে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের আয়োজনে বিদ্যালয়ের সভাপতি হাসান জাকির রিপনের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ কুতুব উদ্দিন, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাসান জাকি রিপন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব এর নাতি ওমর ফারুক রসি, ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছিবরুল আশরাফ হেমায়েত, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক আরেফীন রিয়াদ, সাংবাদিক সোয়েব জুয়েল, সুমন তালুকদার, ফাহাদ হোসেন প্রমূখ। আলোচনা শেষে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ও সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছিবরুল আশরাফ হেমায়েত। আগৈলঝাড়ায় ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, থানা পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ শিক্ষক মন্ডলী, আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহর নেতৃবৃন্দ, আগৈলঝাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বে-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরী ও আলোচনা সভা। এয়াড়াও ইসলামিক ফাউন্ডেশন আগৈলঝাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা যথাযোগ্য মর্যাদায় স্ব-স্ব প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। পাশপাশি গ্রামীন জনপদে কাঠ-বাঁশ ও কলা গাছ দিয়ে বিশেষভাবে নির্মান করা শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা জানানোর খবর পাওয়া গেছে। যথাযোগ্য মর্যাদায় ভাষা আন্দোলনের শহীদদের  শ্রদ্ধা নিবেদনের মাধমে বাবুগঞ্জের বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। অমর ২১শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের  আয়োজনে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি প্রভাত ফেরী বের হয়। স্কুলের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও শিক্ষকমন্ডলী প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে প্রভাত ফেরি শেষ হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মোঃ ইব্রাহীম হাওলাদারের  সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ বজলুর রহমান মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ ফরিদ উদ্দিন, মোঃ রুবেল কাজী, মোঃ কবির শিকদার, মোঃ শাহে আলম, মোঃ সোহাগ মল্লিক, মোঃ ইলিয়াস হোসেন প্রমূখ। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেণ অনুষ্ঠানে আগত অতিথিরা। একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ,  প্রভাত ফেরি, গণ সংগীত, আলোচনা সভাসহ  নানান অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার স্বরূপকাঠিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল, স্বরূপকাঠি প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন দিনভর নানাবিধ অনুষ্ঠান আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে শহিদ মিনার পাদদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির, সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল, ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, সহসভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি সাখাওয়াত হোসেন, সাবরেজিষ্ট্রার মো. মাসুম, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার প্রমুখ । সব শেষে রচনা প্রতিযোগীতায় বিভিন্ন গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT