চাঁদনী ডিপার্টমেন্টাল ও মানিক ক্লোথের মালিককে গ্রেফতারের নির্দেশ চাঁদনী ডিপার্টমেন্টাল ও মানিক ক্লোথের মালিককে গ্রেফতারের নির্দেশ - ajkerparibartan.com
চাঁদনী ডিপার্টমেন্টাল ও মানিক ক্লোথের মালিককে গ্রেফতারের নির্দেশ

3:32 pm , February 22, 2023

২৪ লাখ টাকার চেক প্রতারনা মামলা
নিজস্ব প্রতিবেদক ॥ ২৪ লাখ টাকা চেক প্রত্যাখ্যাত মামলায় বরিশাল নগরীর চকবাজারের চাঁদনী ডিপার্টমেন্টাল স্টোর ও মানিক ক্লোথ স্টোরের মালিক মানিক হোসেন হাওলাদারকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। গত রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওই নির্দেশ দেন। এদিকে বাদী অভিযোগ করেছেন টাকা চাওয়ায় মানিক হোসেন বিভিন্নভাবে তাকে হয়রানিসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে। মানিক হোসেন নগরীর আগরপুর রোডের বাসিন্দা এবং মিট টাউন হাসাতাল চারতলা ভবনের মালিক। ওই হাসপাতালেরসাথেও রয়েছে তার ব্যবসা। বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম ইমন জানিয়েছেন, গত বছরের ৩০ সেপ্টেম্বর তার মক্কেল নগরীর বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্জ্ব শাহেদ আলীর নিকট থেকে ধার বাবদ ২৪ লাখ টাকা নেন। ওই টাকা বাবদ আইসিবি ইসলামী ব্যাংকের অনুকুলে একটি চেক দেন। কিন্তু গত বছর ৩০ ডিসেম্বর ওই চেক ব্যাংকে জমা দেয়া হলে বিবাদী মানিক হোসেনের হিসাব নম্বরে টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এরপর শাহেদ আলী আইনী নোটিশ প্রেরন করেন। মানিক হোসেন সেই নোটিশেরও উত্তর দেননি। ধারের টাকা উত্তোলনে ২ জানুয়ারী শাহেদ আলী একমাত্র মানিক হোসেনকে বিবাদী করে মামলা দায়ের করেন। গত রবিবার ছিল মামলার ধার্য্য দিন। বিবাদী মানিক হোসেন আদালতে হাজির না হওয়ায় বিচারক গ্রেফতারী পরোয়ানা জারী করেন। মামলার বাদী শাহেদ আলী অভিযোগ করেন, নির্ধারিত সময়ের মধ্যে ধারকৃত টাকা না দেয়ায় মানিক হোসেনের কাছে বারবার তাগেদা দেন। এতে মানিক হোসেন ক্ষুব্ধ হয়ে তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেন। কোনভাবে টাকা উত্তোলনে করতে না পেরে আইনের আশ্রয় নিতে বাধ্য হন বলে জানান শাহেদ আলী।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT