বাংলাদেশ একমাত্র দেশ, ভাষার জন্য রক্ত দিয়েছিলো : তোফায়েল আহমেদ বাংলাদেশ একমাত্র দেশ, ভাষার জন্য রক্ত দিয়েছিলো : তোফায়েল আহমেদ - ajkerparibartan.com
বাংলাদেশ একমাত্র দেশ, ভাষার জন্য রক্ত দিয়েছিলো : তোফায়েল আহমেদ

3:31 pm , February 22, 2023

ভোলা অফিস ॥ বাংলাদেশ একমাত্র দেশ যে দেশ এবং দেশের মানুষ মাতৃভাষার জন্য বুকের রক্ত দিয়েছে। সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি এসব কথা বলেন। গত মঙ্গলবার বেলা ১২টায় ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ ১৯৫২ সালের ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশ একমাত্র দেশ, যেই দেশ ভাষার জন্য রক্ত দিয়েছিলো। বাংলাদেশ গর্বিত জাতি। আমরা মায়ের ভাষার জন্য রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছি। পরবর্তীতে দেশ স্বাধীন করেছি। ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: দোস্ত মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT