3:29 pm , February 22, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে স্কুল কলেজ এমনকি প্রান্তিক পর্যায়ের মানুষকে অবহিত করতে, সচেতন করতে হবে। মানুষ যখন জানবে তখন এর প্রতি মানুষের আগ্রহ জন্মাবে। যার ফলে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করতে পারবে। শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে যেমন অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী তৈরি করা এবং পরিবেশ সংরক্ষণ। প্রয়োজন ব্যাপকহারে সরকারী-বেসরকারী যৌথ উদ্যোগ। গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লব আমাদের সামনে বিভিন্ন রকমের বাস্তবতা নিয়ে এসেছে। এসডিজি লক্ষ্যমাত্রা ২০৩০, ভিশন-২০৪১ এর সফল বাস্তবায়ন এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতকল্পে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। সবাই মিলে আমাদের এখন থেকেই একটি সুপরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, গড়তে পারবো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। তিনি বলেন বলেন, অটোমেশনের প্রভাবে কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস পাবে, উৎপাদন শিল্পে নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে,স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বড় পরিবর্তন আসবে, বিশেষায়িত পেশার চাহিদা বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার মানোন্নয়ন হবে ব্যাপকভাবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান,অতিরিক্ত সচিব ও যুগ্মসচিববৃন্দসহ বিভিন্ন দপ্তর প্রধান।