সুর ও ছন্দে ভাষা শহীদদের স্বরণ সুর ও ছন্দে ভাষা শহীদদের স্বরণ - ajkerparibartan.com
সুর ও ছন্দে ভাষা শহীদদের স্বরণ

4:29 pm , February 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সুর ও ছন্দে বরিশালে ভাষা শহীদদের স্মরণ করেছে বরিশালবাসী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের একমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালায় শহীদদের শ্রদ্ধা জানানো হয়। বাংলা, বাঙালি ও বাংলাদেশ চিরঞ্জীব-অবিনশ্বর শ্লোগানে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে ও বরিশাল সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার তৃতীয় দিনে  সমন্বয় পরিষদের সহ-সভাপতি বাসুদেব ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আজমল হোসেন লাবু, মিন্টু কুমার কর ও মিজানুর রহমান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে চারুকলা বরিশালের আবৃত্তির পর আবৃত্তি আলেখ্য পরিবেশন করে ব্রজমোহন থিয়েটার। সংগীত পরিবেশন করে জবা সঙ্গীত একাডেমি, বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশাল, অনির্বান ও স্বর্ণালী। নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে প্রান্তিক সঙ্গীত বিদ্যালয়। শেষে খেয়ালী গ্রুপ থিয়েটারের পরিবেশনায় নাটক জনৈক ইমান আলী মঞ্চায়িত হয়। এর আগে আমন্ত্রিত সংগঠন আগামী আবৃত্তি ও স্বরময়ী এবং সারেগামাপা সঙ্গীত পরিবেশন করে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT