4:27 pm , February 20, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বিশ^ জাকের মঞ্জিলে চার দিনব্যাপী উরশ শরিফের এবাদত বন্দেগী এবং আখেরী মোনাজাতে অংশ নিতে লক্ষ মুসুল্লীদের ভীড়ে এ দরবার শরিফ ও সন্নিহিত এলাকায় এখন তিল ধারণের ঠাঁই নেই। মঙ্গলবার ফজর বাদ ফাতেহা শরিফ ও খতম শরিফ পাঠন্তে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরিফ জিয়ারতের নিয়তে পুনরায় ফতেহা শরিফ পাঠ শেষে বিশ^ জাকের মঞ্জিলে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। গত শুক্রবার জুমার নামাজন্তে পীর ছাহেবের রওজা শরিফ জিয়ারতের মাধ্যমে এ দরবার শরিফে ৪ দিনের উরশ শরিফের সূচনা হয়েছিল। বিশ্ব জাকের মঞ্জিল থেকে দীর্ঘ ৫৫ বছর ইসলামের দাওয়াত দিয়ে পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফী সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃ আঃ) ছাহেব ২০০১ সালে প্রথমে ওফাত লাভ করেন। তারই নির্দেশ অনুযায়ী প্রতিবারের মত এবারো বিশ্ব জাকের মঞ্জিলে মহা পবিত্র বিশ্ব উরশ শরিফ অনুষ্ঠিত হচ্ছে। দেশ বিদেশের লাখ লাখ আশেকান ও জাকেরানসহ মুসল্লীয়ানবৃন্দের ওয়াক্তিয়া নামাজ থেকে শুরু করে মোরাকাবা-মোশাহেদা, জিকির এবং ফাতেহা শরিফ ও খতম শরিফ সহ দুরুদ, মিলাদ ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ দরবার শরিফে দিন রাত এবাদত বন্দেগী অব্যাহত রয়েছে। বিশ^ জাকের মঞ্জিলের খাদেম বৃন্দসহ দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম এ উরশ শরিফে ওয়াজ করছেন। দিন রাত ২৪ ঘন্টা ধরেই সমবেত জাকেরান ও আশেকানসহ মুসুল্লীয়ানবৃন্দ বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেবের রওজা শরিফ ও জিয়ারত করছেন। সমবেত সবার জন্য অজুÑগোসল ও আহারেরও ব্যবস্থা করা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিলে। এ দরবারে ফজর থেকে এশার নামাজ জামাতের সাথে আদায় সহ নফল নামাজ, মোনাজাত এবং মোরাকাবা-মোশাহেদা অনুষ্ঠিত হচ্ছে। নকসবন্দিয়াÑমোজাদ্দেদীয়া তরিকার নিয়ম অনুযায়ী বাদ ফজর ও বাদ মাগরিব ফাতেহা শরিফ পাঠন্তে মোনাজাত এবং বাদ এশা ৫শ বার দুরুদ শরিফ পাঠন্তে নবী করিম(সাঃ)-এর পাক কদম মোবারকে নজরানা দেয়া হচ্ছে। এছাড়াও জোহর, মাগরিব ও এশার নামাজন্তে নফল নামাজ আদায় এবং দোয়াÑমোনাজাতও অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিলে। মূলত রাত ৩টায় রহমতের সময় থেকেই পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও জিকির ছাড়াও মোরাকাবার মাধ্যমে বিশ^ জাকের মঞ্জিলে প্রতিদিনের এবাদাত বন্দেগীর কার্যক্রমের সূচনা হচ্ছে। এ উরশ শরিফকে কেন্দ্র করে বরিশালÑফরিদপুর জাতীয় মহাসড়ক ও ঢাকাÑখুলনা মহাসড়কের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ৩টি প্রান্ত থেকে বিশ^ জাকের মঞ্জিলমুখী সবগুলো সড়কই যানবাহনের ভীড়ে আটকে যাচ্ছে গত ৪ দিন ধরে। বিপুল সংখ্যক পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়াও দরবার শরিফের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা এবং দরবার শরিফ ও সন্নিহিত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।