বিভাগীয় পর্যায় শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন বিভাগীয় পর্যায় শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন - ajkerparibartan.com
বিভাগীয় পর্যায় শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

4:27 pm , February 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল  সোমবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এর আয়োজনে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন ঢাকার ব্যবস্থাপনায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বিভাগীয় পর্যায় শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন  বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিসিসির  প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিরা শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT