4:24 pm , February 20, 2023
খবর বিজ্ঞপ্তি ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে ২ দিনব্যাপী ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণীর উদ্বোধন হয়েছে। সোমবার বিকেল বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ প্রদর্শণীর উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এর সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক দেবাশীষ চত্রুবর্তী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ, সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, সাধারণ সম্পাদক মিথুন সাহা প্রমুখ। প্রদর্শনীতে বাংলা ভাষা, সাহিত্য ,ভাষা আন্দোলন ও বরিশালের লেখক, দুষ্প্রাপ্য বেশ কিছু গ্রন্থ ও বরিশাল নিয়ে লেখা বইপত্র ও ডকুমেন্ট প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে ২১ ফেব্রয়ারী মধ্যরাত পর্যন্ত।