৫ জনের লাশ ভাসানো হয়েছে বঙ্গোপসাগরে নিখোঁজ ৯ জেলের ৪ জন উদ্ধার ৫ জনের লাশ ভাসানো হয়েছে বঙ্গোপসাগরে নিখোঁজ ৯ জেলের ৪ জন উদ্ধার - ajkerparibartan.com
৫ জনের লাশ ভাসানো হয়েছে বঙ্গোপসাগরে নিখোঁজ ৯ জেলের ৪ জন উদ্ধার

4:21 pm , February 20, 2023

পাথরঘাটা প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে গত শুক্রবার এফবি ভাই ভাই ট্রলারে ডাকাতির শিকার হওয়ার ঘটনায় নিখোঁজ ৯ জেলের মধ্যে চার জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জনের মরদেহ সাগরে ভাসিয়ে দিয়েছে বলে জানিয়েছেন উদ্ধার হওয়া জেলেরা। সোমবার বেলা এগারটায় বঙ্গোপসাগর থেকে ট্রলারের মাঝি শফিক, ইয়াসিন জোমাদ্দার, জামাল ও আব্দুল হাইকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এফবি মা মরিয়ম নামে এক মাছ ধরার ট্রলারের জেলেরা এদেরকে গভীর বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। মারা যাওয়া জেলেরা হলো কাইয়ুম জোমাদ্দার, আবুল কালাম, খায়রুল, আব্দুল আলীম ও ফরিদ মিয়া। এদের সকলের বাড়ী বরগুনার জেলার বিভিন্ন এলাকায়। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সোমবার ভোররাতে চার জেলেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয় কোস্টগার্ডকে নিয়ে বঙ্গোপসাগর থেকে এফবি মা মরিয়ম ট্রলার থেকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় আসি। এদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজুর রহমান তুহিন জানান চারজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে আব্দুল হাই নামে এক জেলেকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়েছে। উদ্ধার হওয়া জেলে ইয়াসিন জানান ডাকাত দলের মার খেয়ে সাগরে পরে গিয়ে আমরা ৯ জন একটি বয়া ধরে ৭০ ঘন্টা ভেসে ছিলাম। এরপর একটি জালে আটকে যাই। এর আগে আমার বড় ভাই কাইয়ুম জোমাদ্দার সাগরে ভাসমান অবস্থায় আমার হাতেই মারা যায়, এভাবে একে একে আরো চারজন মারা গেলে তাদেরকে সাগরে ভাসিয়ে দেই। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, জেলে উদ্ধারের বিষয়ে ডিসি স্যার অবহিত আছেন উপজেলা প্রশাসন থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের আছে পরিবারকে শুকনো খাবার এবং কম্বল দেওয়া হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কামন্ডার এম মেহেদী হাসান জানিয়ছেন বঙ্গোপসাগরে ডাকাতের হামলার ঘটনায় নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চলছে। এদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি জেলেদের উদ্ধারে অভিযান চলছে। উল্লেখ্যঃ গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় দস্যুরা হামলা করে। এসম নয় জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুটে নেয়। এছাড়াও নয় জেলেকে পিটিয়ে ও কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT