আগৈলঝাড়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত আগৈলঝাড়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত

4:19 pm , February 20, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে উভয় পক্ষের ৮জন আহত হয়েছে। গুরুতর আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত.মোতাহার সরদারের ছেলে প্রবাসী কামাল সরদারের স্ত্রী মিথিলা বেগম তাদের  ক্রয়কৃত জায়গায় রান্না ঘর তুলতে গেলে বাঁধা দেয় আক্কেল সরদার ও তার পরিবারের লোকজন। এনিয়ে দু-পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। হামলায় ইমন মোল্লা, সেলিমা বেগম, মমতাজ বেগম, সাচ্চু মোল্লা, শিউলী বেগম, মিথিলা বেগম, নাসিমা বেগম ও সীমা আক্তারসহ ৮জন আহত হয়েছে। আহত ৪জনকে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় বীর মুক্তিযোদ্ধা মৃত. মোতাহার সরদারের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT