আগামীর স্মার্ট প্রজন্ম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশীদার: এমপি শাওন আগামীর স্মার্ট প্রজন্ম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশীদার: এমপি শাওন - ajkerparibartan.com
আগামীর স্মার্ট প্রজন্ম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশীদার: এমপি শাওন

4:19 pm , February 20, 2023

লালমোহন প্রতিবেদক ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুশিক্ষিত ও আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন। যার জন্য দেশের শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে বর্তমান সরকার। আগামীর স্মার্ট প্রজন্ম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার। সোমবার দুপুরে ভোলার লালমোহনের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত দুইটি একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি১৫ লক্ষ টাকা ব্যয়ে ভবন দুইটি নির্মাণ করা হয়। সংসদ সদস্য শাওন আরো বলেন, উন্নয়নের একমাত্র প্রতীক শেখ হাসিনা। তাঁর যুগোপযোগী পদক্ষেপে দেশের বিভিন্নখাতে অভূতপূর্ব উন্নয়নের ফলে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এরআগে, একইদিন সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন,  সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক সেলিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT