উত্তর জেলা বিএনপির উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ উত্তর জেলা বিএনপির উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ - ajkerparibartan.com
উত্তর জেলা বিএনপির উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

4:18 pm , February 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ অর্থ বাণিজ্যের মাধ্যমে বরিশাল জেলার গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও গৌরনদী পৌর বিএনপির কমিটি ঘোষণার প্রতিবাদে ও ঘোষিত কমিটি সমূহ প্রত্যাহারের দাবিতে তৃনমূল নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।  গতকাল সোমবার বেলা ১১ টায় নগরীর সদর রোড জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল অর্থের বিনিময়ে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করেছে। কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে সংস্কার পন্থি, জাতীয় পার্টি থেকে আসা ও ব্যবসায়ী।  যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আওয়ামী নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সমাবেশে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম আফজাল হোসেনের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, আফজাল হোসেন লাল্টু, সাবেক গৌরনদী সরকারী কলেজের ভিপি আ.ফ.ম রশিদ দুলাল, উত্তর জেলা বিএনপির সদস্য এস এম মনিরুজ্জামান মনির, আবুল হোসেন, মনজুর হোসেন মিলন, শফিকুর রহমান স্বপন, মোঃ আকতার হোসেন বাবুল, তাইফুর রহমান কচি, শাহ মোঃ বকতিয়ার, মোঃ মাহবুবুর রহমান, আনোয়ার সাদাত তোতা, মোঃ মাহফুজ মোল্লা, জাহিদুল ইসলাম পান্না ও মোঃ আরিফ হোসেন প্রমুখ। পরে তারা নগরীতে সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT