অশান্ত ববিতে আবারও বহিরাগতদের হামলা: মানববন্ধন ও সমাবেশ অশান্ত ববিতে আবারও বহিরাগতদের হামলা: মানববন্ধন ও সমাবেশ - ajkerparibartan.com
অশান্ত ববিতে আবারও বহিরাগতদের হামলা: মানববন্ধন ও সমাবেশ

4:17 pm , February 20, 2023

বিশেষ প্রতিবেদক ॥ গতরাতে আবারও হামলা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর এ ঘটনার প্রতিবাদে ২০ ফেব্রুয়ারী সকালে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী  তমাল, শান্ত ও আবিদের নেতৃত্বে একদল বহিরাগত গতরাতে হঠাৎ হামলা চালিয়ে আবারও আহত করেছে ববির ৮ম ব্যাচ বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র তাহমিদ জাহান নাভিদসহ তিনজনকে। এর আগে গত ২৪ জানুয়ারী মুখোশধারীদের হামলায় তিনজন মারাত্মক জখমের সংবাদ ছিলো গণমাধ্যমের শিরোনাম। এর আগে এরকম ঘটনা অহরহ ঘটছে অভিযোগ তুলে এসব হামলা, পাল্টা হামলা থেকে নিষ্কৃতি পেতে ক্যাম্পাসে সার্বক্ষণিক পুলিশের অবস্থান এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবী তোলেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে উপাচার্যের সুকৌশল নির্দেশনা ও পড়াশুনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান। বহিরাগত সন্ত্রাসীদের ৮ম ব্যাচের শিক্ষার্থী নাভিদ এর উপর হামলার প্রতিবাদে  দোষীদের গ্রেফতার দাবীতে এই মানববন্ধন ও সমাবেশ করছেন সাধারণ শিক্ষার্থীরা। আহত নাভিদ জানান, গতরাতে হঠাৎ করেই তমাল, শান্ত ও আবিদসহ বহিরাগত ১৫/২০ জন সন্ত্রাসী ক্যাম্পাসে প্রবেশ করে তাদের উপর হামলা চালায়। তার মাথা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় সন্ত্রাসীরা শাফায়েত রাফি ও রুম্মান হোসেনকেও আঘাত করে আহত করেছে। চিৎকার চেচামেচিতে সাধারণ শিক্ষার্থীরা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।  এ ঘটনায় জড়িত দুজনকে আটক করে সকালে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান নাভিদ। পরে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা।  এতে নেতৃত্ব দেন রমজান সোহাগ, তানজিব মঞ্জু, ফারদিন খান, আলভিন হোসেন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT