মালয়েশিয়া যাওয়া হলো না জাহিদের, অবৈধ টমটম কেড়ে নিলো প্রান মালয়েশিয়া যাওয়া হলো না জাহিদের, অবৈধ টমটম কেড়ে নিলো প্রান - ajkerparibartan.com
মালয়েশিয়া যাওয়া হলো না জাহিদের, অবৈধ টমটম কেড়ে নিলো প্রান

3:51 pm , February 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মুলাদী উপজেলায় টমটমের সাথে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে পশ্চিম নোমোরহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মোটর সাইকেল চালক হলো- মো. জাহিদ হাওলাদার (৩০)। সে উপজেলার গাছুয়া ইউনিয়নের চর ডুমুরতলা গ্রামের মৃত সালাম হাওলাদারের ছেলে।
মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল বলেন, বেলা ১১টার দিকে জাহিদ গাছুয়া থেকে নোমোরহাট যাচ্ছিলো। নোমোরহাট বাজার থেকে গাছুয়াগামী অজ্ঞাত টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছেন।
ওসি বলেন, জাহিদের লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, সংঘর্ষের পর টমটমসহ চালক পালিয়েছে। টমটম ও চালক শনাক্তের চেষ্টা চলছে।
নিহত জাহিদের বোন নুরুন্নাহার ও ভাই জহিরুল ইসলাম জানান, জাহিদকে মালয়েশিয়া পাঠানোর জন্য টাকা জমা দেয়া হয়েছে। আগামী মাসের মধ্যে তার যাওয়ার কথা ছিল। সকাল সাড়ে ১১টার দিকে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল জাহিদ। নোমোরহাট বাজার সংলগ্ন এলাকায় অবৈধ টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে সবকিছু শেষ হয়ে গেলো।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT