3:47 pm , February 19, 2023

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে পাচ ঘন্টা সশস্ত্র তান্ডব চালিয়ে মালামাল লুটে নেয়। আর নিখোঁজ ৯ জেলে উদ্ধারে র্যাব-৮ ও কোস্টগার্ড, নৌ পুলিশ বঙ্গোপসাগরে সার্চ এন্ড রেসকিউ চালাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা দক্ষিণ জোন কোস্টগার্ড অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী। রবিবার সকাল থেকে বঙ্গোপসাগরে সোনার চর এলাকায় তারা চিরুনি অভিযান চালাচ্ছে। এর আগে শুক্রবার দিবাগত রাত দুইটা থেকে শনিবার সকাল সাতটা পর্যন্ত এফবি ভাই ভাই নামে একটি মাছ ধরা ট্রলারে সশস্ত্র ডাকাতির করেছে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র ডাকাত দল। ট্রলারের মাঝিসহ নয় জেলে নিখোঁজ । এছাড়াও বাকি ৯ জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘটনা শোনার পর থেকেই মালিক সমিতি কাজ করে যাচ্ছে। শনিবার বিকেলে ডাকাতির শিকার ট্রলার ও আহত নয় জেলেকে সকিনা চর থেকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গুরুতর দুই জেলেকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজ ৯ জেলেদের উদ্ধারে তল্লাশি চলছে।
ফিরে আসা জেলেরা জানান ডাকাতরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছে। আরও বলেন আমি দেখেছি মাজিসহ ৩ জনকে বঙ্গোপসাগরে ঝাঁপ দেয় আর কজন কোথায় বলতে পারিনা।
এদিকে ঘটনার পর র্যাব-৮ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদ ও জেলা পুলিশ সুপার আব্দুস সালাম পাথরঘাটায় এসে আহত জেলেদের সাথে কথা বলেছেন।
দক্ষিণ জোন কোস্টগার্ড অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী জানান, পাথরঘাটা স্টেশন কোস্টগার্ড জেলা মালিক সমিতির দুটি ট্রলার ও কোস্টগার্ডের একটি দ্রুতগামী যান, রাঙ্গাবালী ও চর মানিকা কোস্টগার্ড স্টেশন থেকে দুটি ট্রলার ও আন্দারমানিক থেকে কোস্টগার্ডের উদ্ধার জাহাজ তেঁতুলিয়া সার্চ এন্ড রেসকিউ অপারেশনে অংশ নিয়েছে।
বরগুনা জেলা পুলিশ সুপার আব্দুস সালাম জানান, বঙ্গোপসাগরে বরগুনা জেলার এফবি ভাই ভাই ট্রলারে সশস্ত্র ডাকাতির ঘটনায় নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌ পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
র্যাব-৮ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন পর আবার বঙ্গোপসাগরে বিচ্ছিন্ন ভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। ফিরে আসা জেলেদের দেয়া তথ্য অনুযায়ী নিখোঁজ জেলেদের উদ্ধারে বঙ্গোপসাগরে অভিযান চলছে। ডাকাতদল আটকে অভিযান চলছে। এ ঘটনায় উপকূলীয় এলাকায় জেলেদের আতংকিত না হয়ে নির্বিঘেœ মাছ শিকারে যেতে বলেন।
এছাড়াও ডাকাতির বিষয়টি কারো কাছে কোন তথ্য থাকলে তথ্য দিয়ে র্যাবকে সহায়তা করতেও অনুরোধ জানান লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।