মোবাইল ফেরত নিতে আসায় ছাত্রকে বেধরক পিটিয়েছে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মোবাইল ফেরত নিতে আসায় ছাত্রকে বেধরক পিটিয়েছে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক - ajkerparibartan.com
মোবাইল ফেরত নিতে আসায় ছাত্রকে বেধরক পিটিয়েছে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক

3:32 pm , February 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মোবাইল ফোন সেট ফেরত নিতে আসায় ছাত্রকে বেধরকভাবে পিটিয়েছে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। এতে অসুস্থ হয়ে পড়েছে মাদ্রাসা ছাত্র বলে তার ভাই জানিয়েছে। ঘটনাটি ঘটেছে নগরী নথুল্লাবাদ তেমাথা এলাকায় অবস্থিত তাহফিজুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসায় বৃহস্পতিবার।
অসুস্থ মাদ্রাসা ছাত্রকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে শনিবার বাড়ীতে নেয়া হয় বলে জানান ভাই মো. মনির হোসেন।
আহত ছাত্র হলো-মো. হাসিবুর রহমান। সে বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের কৃষক আবু সালাম হাওলাদারের ছেলে। হাসিবুর রহমান তাহফিজুল মিল্লাত ক্যাডেট মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র।
ছাত্রের ভাই মনির হোসেন বলেন, মাদ্রাসায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। ভাই মাদ্রাসায় একটি মোবাইল ফোন নিয়ে যায়। মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মো. শফিকুল ইসলাম মোবাইলটি জমা নিয়ে নিজে ব্যবহার করেন। গত বুধবার বাবা মোবাইল ফোন সেট ফেরত আনতে মাদ্রাসায় যায়। তাকে অনেক্ষন অপেক্ষা করিয়ে মোবাইল ফোন সেট ফেরত দেয়নি।
মনিরের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে ভাই হাসিবুর রহমানকে মাদ্রাসার সিড়ির কাছে দেখতে পেয়ে বকাবকি করে। এক পর্যায়ে তাকে প্রচন্ড মারধর করেছে। পরে তাকে মাদ্রাসায় আটকে রাখে।
মনির জানান, শুক্রবার জুমার নামাজের পর অসুস্থ অবস্থায় ভাই বাড়ীতে আসে। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। শনিবার তাকে চিকিৎসা করিয়ে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউপির ২নং ওয়ার্ড বাবুর বাড়ী এলাকার মামা বাড়ীতে নিয়ে রাখা হয়েছে।
মনির বলেন, সাথে মোবাইল ফোন পাওয়া গেছে, সেটা তো আমাদের জানাতে পারতো। এভাবে মারধর করলো কেন। বিষয়টি জানতে চাইলে পরিচালক তাদের সাথে কোন কথা বলতে চায়নি।
মনির আরো জানান, এ ঘটনায় তার মামাতো ভাই কাশিপুর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য সুমন কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ইউপি সদস্য মো. সুমন মীর বলেন, এক বছর পূর্বে হাসিব মোবাইল ফোন নিয়ে মাদ্রাসায় যায়। হুজুরে মোবাইল ফোন সেট নিয়ে যায়। হাসিবকে নিয়ে তার বাবা মোবাইল ফোন সেট ফের চায়। দুই ঘন্টা বসিয়ে রেখে মোবাইল ফোন সেট ফেরত দেয়নি।
সুমন বলেন, মোবাইল ফোন সেট বাবার মাধ্যমে হাসিব ফেরত নেয়াচ্ছে ভেবে তাকে মারধর করেছে।
তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ অভিযান চালিয়েছে। তবে তাকে গ্রেপ্তার করতে পারেননি।
কোতয়ালী মডেল থানার এসআই শফিক জানান, অভিযোগ পেয়ে মাদ্রাসায় গিয়েছিলাম। কিন্তু হুজুরকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে কথা হয়েছে। সে চরমোনাই মাহফিলে রয়েছেন। পরে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত যোগাযোগ করেননি। মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মো. শফিকুল ইসলামের ব্যবহৃত ০১৭১২৩৮২৩৯৯ নম্বরে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT