নগরীতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত নগরীতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত - ajkerparibartan.com
নগরীতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

3:31 pm , February 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, চাল,ডাল, তেল,আটা,চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে নগরীতে পদযাত্রা করেছে বিএনপি। শনিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করে মহানগর বিএনপি। এর আগে সকাল থেকে দলীয় কার্যালয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে শুরু করে নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে দলীয় কার্যালয়ে জড় হন। সকাল থেকেই বিএনপির কর্মসূচি ঘিরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল ও এর আশপাশে অবস্থান নেয় মেট্রোপলিটন পুলিশ। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, এই পদযাত্রা থেকেই আমরা স্বৈরাচারি সরকারের পতন ঘটাবো। আমরা খালেদা জিয়ার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধগতি নিয়ে আন্দোলন করছি। এই আন্দোলনে জনগনকে সাথে নিয়ে আমরা সরকার পতন ঘটাবো। এ সময় তিনি বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারি সকল জেলা শহরে পদযাত্রা কর্মসূচি ঘোষনা করে। সমাবেশে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, বিএনপির এই আন্দোলন গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, খালেদা জিয়ার মুক্তি ও নিত্য পণ্যের মূল্য কমানোর আন্দোলন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে আরো বেগবান করতে হবে। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, আন্দোলন সংগ্রামের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঐক্যবদ্ধতা। এই সরকারের পতন ঘটাতে আমাদের রাজপথে থেকে আন্দোলন করতে হবে। মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, মহানগরের সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে নগরীর সদর রোড থেকে পদযাত্রা বের করে মহানগর বিএনপি। তারা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে পদযাত্রা শেষ করে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT