গৌরনদীতে খাবারে বিষ মিশিয়ে তিনটি গরু হত্যা গৌরনদীতে খাবারে বিষ মিশিয়ে তিনটি গরু হত্যা - ajkerparibartan.com
গৌরনদীতে খাবারে বিষ মিশিয়ে তিনটি গরু হত্যা

3:26 pm , February 18, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলায় খাবারের সাথে বিষ মিশিয়ে ইউপি সদস্যর দুই গর্ভবতী গাভী ও একটি বাচ্চা হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে তিনটি গরু মৃত্যু হয়েছে বলে ইউপি সদস্য ও প্রানী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে। উপজেলার শরিকল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য রাজু খানের গরু হত্যা করা হয়। সে ইউপির উত্তর শরিকল গ্রামের নুরে আলম খানের ছেলে।
ইউপি সদস্য রাজু খান বলেন, ঘরের পাশে গোয়াল ঘরে একটি তিন মাসের ও অপরটি দুই মাসের গর্ভবতী (গাভীন) এবং দুইটি বাছুর ছিলো। শনিবার সকালে গোয়াল ঘর থেকে বের করে ঘরে পাশে খোলা জায়গায় চারির (পাত্র) পাশে বেধেঁ রেখে খাবার খেতে দেয়া হয়।
রাজু খান বলেন চারিতে (পাত্র) গত রাতে কিছু পানি ছিলো। সেই পানিতে তার বাবা খৈল, ভুষি ও কুড়া মিশিয়ে দিয়েছে। ওই খাবার খেয়ে বেলা ১১টার দিকে গুর চারটি অসুস্থ হয়ে পড়ে। প্রথমে একটি গাভী মারা গেলে প্রানী সম্পদ কর্মকর্তাকে খবর দেয়া হয়। তিনি এসে চিকিৎসা দেয়ার পর একটি বাচ্চা সুস্থ হলেও অপর গর্ভবতী গাভী ও বাচ্চা মারা গেছে। রাজু খানের অভিযোগ, শত্রুতা উদ্ধারে রাতের আধারে কে বা কারা গরুর খাবারের পাত্রে বিষ ঢেলে রেখেছে। যা খেয়ে গরু তিনটি মারা গেছে। এতে তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। গৌরনদী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান জানান, তিনি যাওয়ার পূর্বে একটি মারা গেছে। যাওয়ার পর একটি বাচ্চা ও অপর গাভীটির মৃত্যু হয়েছে। একটি বাচ্চা চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। তিনি জানান, খাদ্যে বিষক্রিয়ায় গরু তিনটি মারা গেছে। কি ধরনের বিষে মৃত্যু হয়েছে জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নমুনা ঢাকা পাঠানো হবে। প্রতিবেদন এলে বলতে পারবো। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, ইউপি সদস্য জিডি করেছেন। তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT