4:03 pm , February 17, 2023

পরিবর্তন ডেস্ক ॥ দেশের প্রাচীনতম নাট্য সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটারের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ৫৪ বছর বয়সী এই সংগঠনের ৫২তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।থিয়েটারের অন্যতম সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর স ম ইমানুল হাকিমকে সভাপতি ও নাট্য নির্দেশক অপূর্ব কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মন্ডলীর সদস্য করা হয় প্রফেসর বিমল চক্রবর্তী, মোহাম্মদ আলতাফ হোসেন, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, সিরাজুম মুনির টিটু ও দুলাল ভট্রাচার্য্যকে। যুগ্ম সম্পাদক সারতিজ রেদোয়ান অয়ন, সাংগঠনিক সম্পাদক সুপন কান্তি ঘোষ, অর্থ সম্পাদক বরিশাল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের মেকানিক্যাল বিভাগের প্রধান অমল কৃষ্ণ রায়, দপ্তর ও পাঠাগার সম্পাদক সঞ্জীত সমদ্দার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোর্শেদা শ্রাবনী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ পান্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিন মাহমুদ সিয়াম, কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সভাপতি নজরুল ইসলাম চুন্নু, সৈয়দ গোলাম মাসউদ বাবলু, সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজ্রিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, উত্তম কুমার বড়াল, সজল মাহামুদ ও অভিষেক চক্রবর্তী। নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন প্রফেসর বিমল চক্রবর্তী, অধ্যাপিকা টুনু রানী কর্মকার ও সাঈদ পান্থ। এর আগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে সংস্কৃতিজন, লেখক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মিন্টু বসুর নামানুসারে রায়রোডের নামকরণ করায় বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ধন্যবাদ জানানো হয়।