চরমোনাই দরবার শরিফ ও বিশ^ জাকের মঞ্জিলে বৃহৎ জুমআর জামাত অনুষ্ঠিত চরমোনাই দরবার শরিফ ও বিশ^ জাকের মঞ্জিলে বৃহৎ জুমআর জামাত অনুষ্ঠিত - ajkerparibartan.com
চরমোনাই দরবার শরিফ ও বিশ^ জাকের মঞ্জিলে বৃহৎ জুমআর জামাত অনুষ্ঠিত

3:58 pm , February 17, 2023

বিশেষ প্রতিবেদক ॥ দেশের বৃহত্বম দুটি জুমার জামাত অনুষ্ঠিত হল বরিশালের চরমোনাই দরবার শরিফ ও ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে। শুক্রবার দুপুরে দেশের ঐতিহ্যবাহী এ দুটি দরবার শরিফে জুমার নামাজে অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মুসুল্লী সমবেত হয়েছিলেন। চরমোনাই দরবার শরিফে গত বুধবার থেকে ফাল্গুন মাসের বার্ষিক মাহফিলে ইতোপূর্বেই লক্ষ লক্ষ মুসুল্লী সমবেত হয়েছেন। শায়খ হজরত মাওলানা ফয়জুল করিম ছাহেব চরমোনই দরবারে শুক্রবার জুমার জামাত পূর্ব বয়ান করেন। হজরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম খোতবা প্রদান সহ জুমার জামাতে ইমামতি করেন।
এদিকে ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে শুক্রবার বাদ মাগরিব থেকে মহা পবিত্র বিশ^ উরশ শরিফ শুরু হচ্ছে। এ উরশ শরিফে অংশ নিতে ইতোমধ্যে দেশ বিদেশের লক্ষ লক্ষ জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ানগন বিশ^ জাকের মঞ্জিলে পৌছেছেন। দুপুর সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ^ জাকের মঞ্জিলের প্রায় পুরো এলাকা পরিপূর্ণ হয়ে গেছে।
দুপুর ১২টা থেকে বিশ^ জাকের মঞ্জিল বড় জামে মসজিদে জুমা পূর্ব বয়ানের পরে হজরত মাওলানা লক্ষ্মীপুরী ছাহেব জুমার নামাজে খোতবা প্রদান সহ ইমামতি করেন। জুমা নামাজে সমবেত জাকেরান ও আশেকান সহ মসুল্লীয়ানগন বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী নকসবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাজেবের রওজা শরিফ জিয়ারতে অংশ নেন। মহা পবিত্র বিশ^ উরশ শরিফ উপলক্ষে বিশ^ জাকের মঞ্জিল ও সন্নিহিত প্রায় ২৫ বর্গ কিলোমিটার এলাকা যুড়ে লক্ষ লক্ষ মুসুল্লীগন দিন-রাত এবাদত বন্দেগীতে মগ্ন রয়েছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT