কীর্তনখোলা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার কীর্তনখোলা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার - ajkerparibartan.com
কীর্তনখোলা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

3:57 pm , February 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ ট্রলার শ্রমিক সোহেল খানের (৩২) উদ্ধার হয়েছে। নিখোঁজের তিনদিন পর শুক্রবার সকালে কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে বলে নৌ-পুলিশ জানিয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় সোহেল। সে ঝালকাঠির নলছিটি উপজেলার মগড়, আমিরাবাদ এলাকার আব্দুল জলিল খা’ ছেলে। বর্তমানে নগরীর পলাশপুর বৌ-বাজার এলাকায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত রনির ভাড়াটিয়া হিসেবে বাস করতো সোহেল। বরিশাল সদর নৌ-থানার এসআই মাসুম জানান, সকালে কীর্তনখোলা নদীর কোস্টগার্ডের টার্মিনাল সংলগ্ন অংশে লাশ ভেসে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় চলাচলকারী ট্রলারের লোকজন। খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে তার লাশ শনাক্ত করেছেন।
এসআই মাসুম আরো জানান, এ ঘটনায় মহানগর পুলিশের কাউনিয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোহেল নিখোঁজের পর বরিশাল সদর নৌ থানার ওসির দায়িত্বে থাকা এসআই মোস্তফা জানিয়েছিলো বলেন, চরমোনাই মাহফিলগামী মুসুল্লিদের পারাপারের ট্রলার শ্রমিক হিসেবে কাজ করতো সোহেল। সকাল ১০টার দিকে ঘাটে বেধে রাখা একটি ট্রলারের পিছনে যায়। আকস্মিকভাবে ট্রলার থেকে পড়ে নিখোঁজ রয়েছে সে। পরিবারের বরাতে এসআই মোস্তফা জানিয়েছিলেন, সোহেল মৃগী রোগী ছিলো। আগে সুন্দরবন লঞ্চে কর্মচারী ছিলো। মৃগী রোগের কারনে সেখান থেকে তাকে বাদ দেয়া হয়। বর্তমানে শ্রমিক হিসেবে নানা কাজ করে। চরমোনাই মাহফিল উপলক্ষ্যে ট্রলারে শ্রমিক হিসেবে কাজ নেয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT