বঙ্গবন্ধুর হাতে ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত শহীদ মিনারের আধুনিকায়ন কাজ শেষ ॥ আজ উদ্বোধন বঙ্গবন্ধুর হাতে ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত শহীদ মিনারের আধুনিকায়ন কাজ শেষ ॥ আজ উদ্বোধন - ajkerparibartan.com
বঙ্গবন্ধুর হাতে ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত শহীদ মিনারের আধুনিকায়ন কাজ শেষ ॥ আজ উদ্বোধন

3:53 pm , February 17, 2023

পরিবর্তন ডেস্ক ॥ ১৯৭৩ সালের ৩ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের একমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত বরিশাল কেন্দ্রিয় শহীদ মিনারে নতুন অবয়ব দেয়া হয়েছে।সংস্কার ও উন্নয়নের মাধ্যমে কেন্দ্রিয় শহীদ মিনারের বিবর্ণ চেহারা পাল্টে দিয়েছে সিটি কর্পোরেশন। আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ মিনার সংস্কার কাজের উদ্বোধন করবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরণিয়াবাত সাদিক আবদুল্লাহ। ঐতিহাসিক শহীদ মিনার সংস্কার কাজের উদ্বোধনীতে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে।১৯৭৩ সালের ৩ জানুয়ারী বরিশালের দক্ষিন সদর রোডের পাশে পরিত্যক্ত জমিতে কেন্দ্রিয় শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে কেন্দ্রিয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন। উদ্বোধনী ফলকে জাতির জনকের একটি বানী থাকলেও সেটি স্থাপন করা হয় মিনারের পেছনে লোক চক্ষুর আড়ালে।প্রতি বছর ভাষার মাসে সেখানে নানা আনুষ্ঠানিকতা হলেও শহীদ মিনারটি ছিলো অবহেলিত।ভাষা শহীদের এই স্মৃতিস্তম্ভের উন্নয়নে পদক্ষেপ নেয়নি কোনো কর্তৃপক্ষ।সম্প্রতি সিটি মেয়রের চোখে পড়ে জাতির জনকের সেই উদ্বোধনী বাণী।যেটি স্থাপন করা হয়েছিলো শহীদ বেদীর পেছনে ছোট একটি ফলকে।যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই হাজার বছরের শেষ্ঠ বাঙালির অমূল্য বাণী লোক চক্ষুর আড়ালে থাকায় বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি বঙ্গবন্ধু পরিবারের সদস্য মেয়র সাদিক আবদুল্লাহ। সিটি কর্পোরেশন থেকে শহীদ মিনার সংষ্কার, চত্ত্বর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেন তিনি। ইতিমধ্যে সংস্কার ও সৌন্দর্য বর্ধন কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন ধোয়া মোছা চলছে।বিসিসি’র নির্বাহী প্রকৌশলী আবুল বাশার জানান, কেন্দ্রিয় শহীদ মিনার সংস্কার, চত্ত্বর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন কাজের আওতায় মূল বেদীতে টেন হোল ব্রিকস্ এবং চত্ত্বরে আরসিসি ঢালাইয়ের উপর টেন হোল ব্রিকস দিয়ে সু-সজ্জিত করা হয়েছে।বেদীতে প্রবেশের জন্য আরসিসি রাস্তা, বেদীর পেছনে গ্রীন রুম, পুরুষ ও নারীদের পৃথক ওয়াশরুম, ঘোষনা মঞ্চ, গ্রীল সহ সিমানা প্রাচীর, প্রবেশ ও প্রস্থানের দুটি গেট, সৌন্দর্য বর্ধনের বৈদ্যুতিক বাতি, এবং আকর্ষনীয় নানা গাছ সহ ফুলগাছ লাগানো হয়েছে।বেদীর পেছনে সবুজের উপর রক্তিম সূর্য্যের প্রতিচ্ছবি উজ্জল করা হয়েছে।রয়েছে কার পার্কিংও।এদিকে শহীদ মিনারের পাশে সম্প্রতি একটি ক্লাব উচ্ছেদের পর ফাঁকা জায়গায় শিশুদের জন্য একটি আধুনিক পার্ক নির্মাণ করছে বিসিসি।পাশে বিশাল বঙ্গবন্ধু অডিটরিয়াম এবং অডিটরিয়ামের দক্ষিণ দিকের বিশাল দেয়াল জুড়ে বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ মুহূর্তের ছবির ম্যুরাল রয়েছে।বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর এই ম্যুরালটি দেশের সর্ববৃহত বলে জানিয়েছেন শহীদ মিনার সংস্কার কাজ তদারকীর দায়িত্বে থাকা বিসিসি’র ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিল সাইয়েদ আহমেদ মান্না।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT