বাবুগঞ্জে মন্ত্রীপরিষদ সচিবকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন বাবুগঞ্জে মন্ত্রীপরিষদ সচিবকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন - ajkerparibartan.com
বাবুগঞ্জে মন্ত্রীপরিষদ সচিবকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

3:49 pm , February 17, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ মন্ত্রিপরিষদ সচিব মাহাবুব হোসেন সরকারি সফরে বাবুগঞ্জে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনের কৃতি সন্তান, প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁও এর সাবেক পরিচালক আওয়ামীলীগ নেতা মোঃ আতিকুর রহমান আতিক। এসময় তাঁর সাথে শুভেচ্ছা জানিয়েছেন বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুক্রবার দুপুর ১২ টায় তাঁকে বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল রেঞ্জ জিআইজি এস এম আখতারুজ্জামান, বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম খান মিঠু, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান হোসাইন, বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, বরিশাল জেলা পরিষদ সদস্য মাইনুল হোসেন পারভেজ, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু খান, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, মুলাদী কাজিরচর ইউপি চেয়ারম্যান মন্টু বিশ্বাস, জাপা নেতা ওমর ফারুক বাবুল আকন, আ’লীগ নেতা আজিজুল ইসলাম বাবুল, মাঝি মাসুম রেজা, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আসাদুজ্জামান মেননসহ বিভিন্নপর্যায়েরর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন শুক্রবার ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা করেন। বরিশাল ও পটুয়াখালীতে তিনি ৩ দিনের সরকারি সফরে আসেন। তিনি দুপুরে মুলাদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে অগ্রগতির বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও বিকাল সাড়ে তিনটায় মুলাদী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব উপসচিব কাজী শাহজাহান ও মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাজ্জাদুল হাসান। মোঃ মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব থেকে গেল ৩ জানুয়ারী মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব তিনি। মাহবুব হোসেনের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার পাতারচর গ্রামে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT