বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে বন্ধুকে কুপিয়ে হত্যা বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে বন্ধুকে কুপিয়ে হত্যা - ajkerparibartan.com
বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে বন্ধুকে কুপিয়ে হত্যা

3:48 pm , February 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মুলাদী উপজেলায় বান্ধবীর গায়ের হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে তরুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য, থানা ও গ্রাম পুলিশ জানিয়েছেন। নিহত তরুন হলো আলী হোসেন মীর (১৯)। সে চরপদ্মগ্রামের বাবুল মীরের ছেলে।
উপজেলার সফিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য তারিকুল ইসলাম চয়ন বলেন, আলী হোসেন গত বছর চরপদ্মা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় নির্মান কাজসহ টাইলস মিস্ত্রির সহযোগি হিসেবে কাজ করতো।
বাবুল মীরের বরাতে ইউপি সদস্য চয়ন বলেন, ৪/৫ দিন আগে তার ছেলে আলী হোসেন ঢাকা থেকে বাড়ি এসেছে। বৃহস্পতিবার বিকেলে বন্ধু এনায়েত হোসেনের সাথে একই গ্রামের বাসিন্দা বান্ধবীর গায়ে হলুদের সাহেব আলী ঘরামীর বাড়িতে যায়। রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আলী হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে রাস্তার পাশে রেখে ফেলে রেখেছে।
কি কারনে, কারা কুপিয়েছে বিষয়টি জানেন না জানিয়ে ইউপি সদস্য তুহিন আরো বলেন আলীকে উদ্ধার করে রাতে গোসাইর হাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেছেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে শরীয়তপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। লাশের ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে লাশের দাফন করা হয়েছে।
গ্রাম পুলিশ আতাউর রহমান বলেন, গভীর রাতে বাড়ি না ফেরায় তার বাবা-মা খুজতে বের হয়। তারা গ্রামের হাবিব মেলকার বাড়ীর পাশের রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় ছেলেকে পড়া অবস্থায় পেয়েছে। আলীকে উদ্ধার করে গোসাইর হাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছেন।
গ্রাম পুলিশ সদস্য আতাউর রহমানও কারা হত্যা করেছে, কেন করেছে জানেন না বলে জানিয়ে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বলেন, পুলিশ ও র‌্যাবের একটি দল এখন আলীর বাড়ীতে রয়েছেন। তারা আলীর কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছেন। তারা ঘটনার জানার চেষ্টা করছেন।
আলীর বন্ধু এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, গায়ে হলুদ অনুষ্ঠান শেষে আলী হোসেন বাড়ি যাওয়ার জন্য তাকে কিছু পথ এগিয়ে দিতে বলে। কিছুদুর এগিয়ে দেওয়ার পর আলী হোসেন একাই বাড়ি যেতে পারবে বলে জানায়। তখন আলী হোসেন একা বাড়ির দিকে রওনা হয়। রাত সাড়ে ১১টার দিকে আলী হোসেন বাড়ি পৌঁছেছে কিনা জানতে তার মোবাইলে ফোন দিলে আলী হোসেন বলেন, ‘বন্ধু আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। এরপর আর কোন কথা বলতে পারেননি আলী হোসেন’। এনায়েত হোসেন আরো বলেন, সাথে সাথে এই ঘটনা আলী হোসেনের বাবা-মা ও অন্যান্য স্বজনদের জানিয়ে তাকে রক্ষার জন্য বেড়িয়ে যান। চরপদ্মা গ্রামের মেলকার বাড়ির পাশে গিয়ে দেখি আলী হোসেন রক্তাক্ত এবং অচেতন অবস্থায় পড়ে আছে। তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং পিটানোর চিহ্ন দেখা গেছে। তখন আলী হোসেনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুলাদী থানার ওসি তুষার কান্তি মন্ডল বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। একটি হত্যাকান্ড ঘটেছে, জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। তারা না ফিরলে বলতে পারবো না। ঘটনাস্থলে থাকা মুলাদী থানার এসআই আওলাদ হোসেন বলেন, তিনি ও র‌্যাবের একটি দল ঘটনার কারন ও কারা জড়িত জানার চেষ্টা করেছেন। কিন্তু কোন রহস্য উদ্ধার করা সম্ভব হয়নি। কাল (শনিবার) মামলা করবেন। মামলার পর তদন্ত করে রহস্য উদ্ধারের চেষ্টা করা হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT