3:38 pm , February 16, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় গর্ভধারীনি বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়েরের পর ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের মৃত সুরেশ রায়ের স্ত্রী সুশীলা রায় (৬৫) তার স্বামীর রেখে যাওয়া অর্থ হাতিয়ে নিতে তার ছেলেরা বৃদ্ধা মাকে চাপ প্রয়োগ করেন। তিনি বাঁধা নিষেধ করায় তার ছেলে শংকর রায়, তুষার রায়, ঝন্টু রায় ও তার ভাসুরের ছেলে সুব্রত রায় তাকে মারধর করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি বৃদ্ধা সুশীলা রায় জানান, আমার স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া অর্থ আমার কাছে গচ্ছিত ছিল। এই অর্থ তিন সন্তান নেয়ার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে। কিন্তু আমি বাঁধা নিষেধ করলে তারাসহ আমার ভাসুরের ছেলেরা আমাকে মারধর করে। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সুশীলার এক ছেলে মন্টু রায় জানান, আমার অন্য ৩ ভাইসহ কয়েকজন মিলে দীর্ঘদিন যাবৎ অর্থ-সম্পদ হাতিয়ে নেয়ার জন্য ভয়-ভীতি দিয়ে আসছিল। এই জন্যই তারা আমার মাকে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় বৃদ্ধা সুশীলা রায় বৃহস্পতিবার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় তার সন্তানসহ ৭জনের নামে মামলা দায়ের করলে উপপরিদর্শক শফিকুর রহমান অভিযান চালিয়ে বৃদ্ধার ছেলে শংকর রায় ও ভাসুরের ছেলে সুব্রত রায়কে গ্রেপ্তার করে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।