ইমাম, মুয়াজ্জিনসহ ১১ জনকে মেয়র সাদিক আবদুল্লাহর অর্থ সহায়তা প্রদান ইমাম, মুয়াজ্জিনসহ ১১ জনকে মেয়র সাদিক আবদুল্লাহর অর্থ সহায়তা প্রদান - ajkerparibartan.com
ইমাম, মুয়াজ্জিনসহ ১১ জনকে মেয়র সাদিক আবদুল্লাহর অর্থ সহায়তা প্রদান

3:37 pm , February 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ রোগাক্রন্ত এবং নানাবিধ কারনে আর্থিক সংকটে ভোগা অসহায় মানুষদের বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ধারাবাহিকভাবে সহায়তা প্রদানের অংশ হিসেবে বরিশাল নগরীর বেশ কয়েকজন ইমাম, মুয়াজ্জিনসহ মোট ১১ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে তিনজনকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা এবং অন্য ০৮ জনকে বিভিন্ন অংকের অর্থ সহায়তাসহ মোট ২ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিসিসির নগর ভবনে মেয়রের পক্ষে অসহায়দের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ, নগরীর চকবাজার জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ প্রমুখ উপস্থিত ছিলেন। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত নগরীর ০৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজিম সড়ক এলাকার বাসিন্দা মজিবুর রহমানের পুত্র, নগরীর মাহমুদিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্রের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা, মোটর সাইকেল দূর্ঘটনায় মারাত্মক আহত নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মাহদী হাসানের মস্তিকের অপারেশনের জন্য ৫০ হাজার টাকা এবং টিউমার ক্যান্সারে আক্রান্ত বাইতুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র মো: শোয়াইব আহামদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়া কিডনী জটিতলায় আক্রান্ত নগরীর ০১ নম্বর ওয়ার্ডের উত্তর কাউনিয়া হাউজিং এলাকার হযরত বেলাল ইবনে রাবাহ (রা:) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: বশির উদ্দিনের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা, আর্থিক অনটনে দিনযাপন করা নগরীর মাহমুদিয়া মাদরাসার চতুর্থ শ্রেনির কর্মচারি মো: শহীদুল ইসলামকে ২০ হাজার টাকা, নগরীর হাতেম আলী চৌমাথা এলাকার বাসিন্দা, সাবেক ইমাম ক্বারী আ: বারীর চিকিৎসার জন্য ২০ হাজার টাকা, আর্থিক অনটনে দিনযাপন করা নগরীর কাউনিয়া প্রধান সড়কের শাহী জামে মসজিদের খাদেম সুলতান খাঁনকে ১৫ হাজার টাকা, নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কাল্কেটরেট জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ আবুল হাসানের চিকিৎসার জন্য ১০ হাজার, নগরীর কাউনিয়া বিসিক রোডের বাইতুন নুর জামে মসজিদের মুয়াজ্জিন মো: সিরাজুল ইসলামের চিকিৎসার জন্য ১০ হাজার, ছেলের হাফেজী পড়ানোর জন্য নগরীর ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা লাবনী আক্তার সুমাকে ০৫ হাজার এবং ছেলের লেখাপড়ার জন্য নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা ইয়াসমিন আক্তারকে ০৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা আরো জানান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সমাজের অসহায় মানুষদের নিয়মিত অর্থ সহায়তা প্রদান করে আসছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিার মোট ১১ জনকে অর্থ সহায়তা প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT