চরমোনাই মাহফিলে ৪ মুসুল্লীর মৃত্যু চরমোনাই মাহফিলে ৪ মুসুল্লীর মৃত্যু - ajkerparibartan.com
চরমোনাই মাহফিলে ৪ মুসুল্লীর মৃত্যু

3:32 pm , February 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই মাহফিলে এসে ৪ জন মুসুল্লী মৃত্যুবরন করেছেন। বুধবার বাদ জোহর থেকে চরমোনাইয়ে বার্ষিক ফালগুনের তিনদিন ব্যাপি এ মাহফিল শুরু হয়েছে। বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটির সদস্য কে এম শরীয়াতুল্লাহ। তিনি বলেন, চরমোনাই মাহফিলে আসা মুসল্লীদের মধ্যে মোট ৪ জন মৃত্যুবরণ করেছেন। বার্ধক্যজনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে চরমোনাই মাহফিল হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। তারা হলেন, নওগাঁ সদরের মো. আব্দুর রহমানের ছেলে হারুনুর রশীদ (৫০), ময়মনসিংহের ফুলপুরের লিয়াকত মন্ডলের ছেলে মো. সাদেক মিয়া (৪১), গোপালগঞ্জের মোকসেদপুরের মৃত তোফাজউদ্দীন শেখের ছেলে মো. রওশন শেখ (৬৩) ও জামালপুরের মাদারগঞ্জের মৃত মাহামুদ মুন্সীর ছেলে মো. জামালউদ্দিন (৭০)।
কেএম শরীতুল্লাহ আরো বলেন, তাদের নামাজে জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, আগামী ১৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮ টায় চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT