3:31 pm , February 16, 2023
দলীয় কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ভেঙ্গে দেয়া কমিটি পূর্ণবহালের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। এছাড়াও সংবাদ সম্মেলনকারীদের সাথে বর্তমান কমিটির নেতৃবৃন্দের সাথে দলীয় কার্যালয়ে সংঘর্ষ হয়েছে।
অপরদিকে গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির আহবায়ক কমিটি নেতৃবৃন্দ ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের অনুসারীরারা বিএনপি দলীয় কার্যালয়ে শুভেচ্ছা সভা ও মিছিল করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বিলুপ্ত উপজেলা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান চুন্নু সিকদার। তিনি বলেন, গত ১৮ জুলাই আবুল হোসেন খানের উপজেলার বাসভবনে ১৪টি ইউনিয়নের নেতা কর্মীদের কর্মী সভা করেন তৎকালীন বরিশাল জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুল সহ নেতৃবৃন্দ। সকলের সিদ্ধান্তের ভিত্তিতে গত ৮ নভেম্বর আলহাজ্ব হারুন অর রসিদ সিকদারকে আহবায়ক ও মিজানুর রহমান চুন্নু সিকদারকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু রহস্যজনকভাবে গত ১৫ নভেম্বর ওই কমিটি বিলুপ্ত করে এবং গত ২০ নভেম্বর নতুন জেলা আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। বর্তমান দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন অনৈতিকভাবে ক্ষমতা অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার আহবায়ক কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষনা করেন। গত ৬ ফেব্রুয়ারী বাকেরগঞ্জ উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষনা করে গত ৯ ফেব্রুয়ারী আবুল হোসেন খানের বাকেরগঞ্জের নিজ বাসভবনে কমিটি গঠন করার প্রস্তুতি নেয়।
এ সময় উপজেলার ১৪টি ইউনিয়নের নেতা কর্মী আবুল হোসেন খানের বাড়িতে সমবেত হয়ে। তখন আবুল হোসেন খান নেতা কর্মীদের রোষানলে পড়ে বাকেরগঞ্জ ত্যাগ করেন। ওই দিন বিকালে নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে একটি অনৈতিক আহবায়ক কমিটি ঘোষনা করে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থিত ত্যাগী ও বিএনপির পরিক্ষিত নেতা কর্মীরা পূর্বের আহবায়ক কমিটি পূর্ণবহাল রাখার জোড় দাবী জানিয়ে বলেন, আমরা বিএনপির নেতা কর্মী বিএনপিতে আছি থাকবো। প্রয়োজনে বিএনপির জন্য জীবন দিতে প্রস্তুত আছি। কিন্ত আবুল হোসেন খানের অনৈতিক আহবায়ক কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল না করা পর্যন্ত আবুল হোসেন খানের ঘরোয়া বিএনপিতে তৃনমূল নেতা কর্মীরা হাটবে না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিলুপ্ত কমিটির আহবায়ক আলহাজ্ব হারুন অর রসিদ সিকদার, মোফাজ্জেল হোসেন, কামরুজ্জামান মিজান মিয়া, আলহাজ্ব শওকত হোসেন হাওলাদার, আব্দুল মালেক সিকদার, আঃ শুক্কুর বাচ্চু নেগাবান, মতিউর রহমান মোল্লা, রুহুল আমিন জমাদ্দার ও মজিবর রহমান মোল্লা প্রমুখ।
সংবাদ সম্মেলন করে বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গেলে বরিশাল দক্ষিন জেলা আহবায়ক আবুল হোসেন খানের বিভিন্ন এলাকার ভাড়াটিয়া হামলাকারীরা তাদের উপর হামলা করে বলে অভিযোগ করেন সাবেক সদস্য সচিব মিজানুর রহমান চুন্নু।
এ ব্যাপারে বরিশাল জেলা আহবায়ক আবুল হোসেন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাবেক আহবায়ক কমিটি হয়েছিল অর্থ বানিজ্যের উপর ভর করে। তারপরেও যদি বর্তমান কমিটি নিয়ে তাদের কোন মতামত থাকে, সে কথা হাউজে উত্থাপিত করতে পারে। সেখানে সংবাদ সম্মেলন করে দলের এই সময় ভাবমূর্তি ক্ষুন্ন করা ছাড়া আর কিছুই তারা করছে না। হামলার অভিযোগ সত্য নয় ভিত্তিহীন বলে তিনি দাবী করেন তিনি।
অন্যদিকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা সহ গৌরনদী পৌর বিএনপি আহবায়ক কমিটি ঘোষনা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাবেক সংসদ এবং কেন্দ্রীয় মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপনকে ধন্যবাদ জানিয়ে নগরীতে আনন্দ র্যালি করে।