3:03 pm , February 16, 2023

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোঃ কামরুজ্জামান মিঠু ও সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ এবং সাবেক সহ সভাপতি চিত্তরঞ্জন পালের স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খান মোঃ আলাউদ্দিন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তালুকদার মোঃ দেলোয়ার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদ রেবেকা চৈতী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ। এছাড়া স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্মরন সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন। স্মরণ সভা শেষে মরহুমদের রুহের মাগফেরাত কমানা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ এবাদাত হোসেন।