3:02 pm , February 16, 2023

আমতলী প্রতিবেদক ॥ আমতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও চার দোকানীকে জরিমানা করা হয়েছে। আমতলী চৌরাস্তা বাধঘাট থেকে বটতলা সড়কের দু-পাশে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মান স্থাপনা করায় উচ্ছেদ করা হয়েছে। বুধবার বাধঘাট থেকে বটতলা সড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানে তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও চার দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বাজারে চারটি দোকানে ভোক্তা অধিকার আইনে জরিমানা করে ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সরকারি জমি দখল করে রাখায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।