মঠবাড়িয়ায় শিক্ষকসহ দুই শিক্ষার্থীর আত্মহত্যা মঠবাড়িয়ায় শিক্ষকসহ দুই শিক্ষার্থীর আত্মহত্যা - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় শিক্ষকসহ দুই শিক্ষার্থীর আত্মহত্যা

3:42 pm , February 15, 2023

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ মঠবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক সহ আরো দুই শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিউটন হাওলাদার নামে ওই শিক্ষকের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেছে। নিহত শিক্ষক দুই সন্তানের জনক নিউটন উপজেলার ৯৮নং ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বাদুরতলী গ্রামের মৃত জ্ঞানেন্দ্র নাথ হাওলাদারের পুত্র। স্থানীয় সূত্রে জানাগেছে, শিক্ষক নিউটন দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাথরুমের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অপর দিকে মঙ্গলবার বিকেলে উপজেলার ঘোপখালী গ্রামের সিফাত হাওলাদার নামে ৫ম শ্রেণির এক স্কুলছাত্র আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত সিফাত উপজেলার ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ও একই এলাকার দিনমজুর সিরাজুল ইসলামের ছেলে। এছাড়া মঙ্গলবার সকালে মীম আক্তার নামে ৭ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী চাউলের পোকা নিধন ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। মীম উপজেলার হারজী নলবুনিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী ও বড় হারজী গ্রামের জয়নাল মিয়ার কন্যা। এদিকে একই দিনে শিক্ষকসহ তিনজনের আত্মহত্যার খবরে উপজেলার সুশীল সমাজসহ সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, নিহত শিক্ষকের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং দুই শিক্ষার্থীর লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এঘটনায় থানায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT