3:33 pm , February 15, 2023

এম এ তাহের, দৌলতখান ॥ বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলার দৌলতখানে শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার সন্ধ্যায় দৌলতখান উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীর। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-২ (দৌলতখান -বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুর।এ সময় তিনি বলেন,বিএনপি – জামাত জোট আন্দোলনের নামে দেশকে নিয়ে ষড়যন্ত্রমূলক অপরাজনীতি ও সস্ত্রাস নৈরাজ্যে সৃষ্টির অপচেষ্টা করছে। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের যেকোনো মূল্যে রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সব সময় জনগণের পাশে আছে পাশে থাকবে । বিএনপি-জামাত জোট শান্তির দেশে পুনরায় আগুন সন্ত্রাস করতে চাইলে তার দাঁত ভাঙা জবাব দেয়ার জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার , উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, আইনুন নাহার বিনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, গোলাম নবী নবু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু,জামাল উদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক আলাউদ্দিন রতন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।