3:29 pm , February 15, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড়বাশাইল গ্রামের মৃত.দেবেন্দ্র নাথ বৈদ্যের ছেলে কাঠমিস্ত্রী বীরেন্দ্রনাথ বৈদ্য দীর্ঘদিন রোগভোগে ভুগছিলেন। শাররীল যন্ত্রনা সইতে না পেয়ে মঙ্গলবার রাতে ঘরের পিছনে নিমগাছের সাথে গলায় রশি আত্মহত্যা করেন। পুলিশকে সংবাদ দিলে গতকাল বুধবার সকালে থানার এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় মৃত.বীরেনের স্ত্রী বিল্ল রানী বৈদ্য বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।