3:42 pm , February 14, 2023

দাপ্তরিক কাজকর্ম ব্যাহত
স্বরুপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠিতে ৬মাস যাবৎ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার পদ শুন্য থাকায় দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। প্রশাসনিক কার্যক্রমে জটিলতা দেখা দিয়েছে। বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। জানা গেছে, গত ২০২২ সনের জুলাই মাসে তৎকালিন হিসাব রক্ষন কর্মকর্তা মো. আব্দুল হালিম অবসরোত্তর ছুটিতে যান। তখন থেকে ওই পদটি শুন্য রয়েছে। পরবর্তীতে বানারীপাড়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নোমান মাহমুদকে নেছারাবাদ উপজেলাসহ গৌরনদী উপজেলায় অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন সংশ্লিষ্ট বিভাগ। গত ডিসেম্বর মাসের ২য় সপ্তাহে মো. নোমান মাহমুদকে প্রত্যাহার করে নাজিরপুর উপজেলার হিসাব রক্ষন কর্মকর্তা মো. নাজমুল হাসানকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। একইসাথে তাকে কাউখালী উপজেলারও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। একজন কর্মকর্তাকে নাজিরপুর, নেছারাবাদ (স্বরূপকাঠি) ও কাউখালী এ তিন উপজেলায় দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এদিকে উপজেলা হিসাব রক্ষণ অফিসের সুপারিনটেনডেন্ট, ১টি অডিটর ও ১টি অফিস সহায়কের পদও শুন্য রয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে সেবা প্রার্থীরা।