3:41 pm , February 14, 2023

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড কচুয়াখালী সালাম হাওলাদার বাড়ির বীর মুক্তিযোদ্ধার, আঃ মান্নান হাওলাদারের স্ত্রী মনোয়ারা বেগম অভিযোগ করেন একই বাড়ির আলমগীরের বিরুদ্ধে। এই নিয়ে থানায় অভিযোগ দিলে থানা থেকে স্থানীয়ভাবে মীমাংসার জন্য একটি সালিশের ব্যবস্থা করে দেওয়া হয়। ওই সালিশি ব্যবস্থা মানে না অভিযুক্ত আলমগীর গংরা। বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, ২০০২ সালের ৬ জুন স্বামী আমাকে প্রতিবেশী আবদুর রব হাওলাদার থেকে ৬ শতাংশ জমি দলিল করে দেন, যাহার দলিল নং-৪১৪৪। এরপর থেকে ওই জমি আমরা ভোগ দখলে থাকলেও কিছুদিন পূর্বে আলমগীর আরেকটি দলিল বের করেন। এই নিয়ে একাধিকবার স্থানীয় মীমাংসা করার চেষ্টা করেলেও ব্যর্থ হয়, পরবর্তীতে আমরা থানার আশ্রয় নেয়া হয়। সেখান থেকে সালাম হাওলাদার এর মাধ্যমে গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশির ব্যবস্থা করে দেন। এ বিষয়ে অভিযুক্ত আলমগীর বলেন, আমরা এই জমি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি, এরপরে আমরা একই মালিকের থেকে জমি দলিল নেই, এখন দেখি এই জমি দলিলে ধরে না। কিন্তু তখন বলেছে এই জমি দলিল দিবে, তাই এই জমি আমরা দলিল করি।