কাউখালীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ কাউখালীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ - ajkerparibartan.com
কাউখালীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

3:41 pm , February 14, 2023

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা। এ সময় উপজেলা উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কপিল শাহ ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায়, জহুরুল হক, গৌতম দাস প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষি অফিসার সোমা রানী দাস জানান, ভর্তুকি মূল্যে উপজেলার কৃষকের মাঝে ১৩ দটি পাওয়ার টিলার চালিত সিডার মেশিন ও ৩টি ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT