গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-৫ গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-৫ - ajkerparibartan.com
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-৫

3:39 pm , February 14, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি এলাকায় ও বাটাজোর বাসষ্টান্ডে মঙ্গলবার পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এএসআই) মোঃ আব্দুল জব্বার জানান, টরকী থেকে ছেড়ে আসা ভূরঘাটাগামি নসিমন মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে নসিমনকে ধাক্কা দিলে চালক গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের সিরাজ প্যাদার ছেলে রানা প্যাদা (৩০) ঘটনাস্থলেই নিহত হন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপর দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় সোনারতরী ও চাকলাদার ক্লাসিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে বাসের ৫ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রব হাওলাদার জানান, সোনারতরী পরিবহনের বাসটি বরিশাল থেকে ঢাকার দিকে যাওয়ার পথে বাটাজোর বাসষ্টান্ডে পৌছলে চাকলাদার ক্লাসিক পরিবহনের সাথে সোনারতরী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫জন আহত হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT