বাবুগঞ্জে আগুনে পুরলো বসতঘর পুনঃনির্মানের আশ্বাস ইউপি চেয়ারম্যানের বাবুগঞ্জে আগুনে পুরলো বসতঘর পুনঃনির্মানের আশ্বাস ইউপি চেয়ারম্যানের - ajkerparibartan.com
বাবুগঞ্জে আগুনে পুরলো বসতঘর পুনঃনির্মানের আশ্বাস ইউপি চেয়ারম্যানের

3:38 pm , February 14, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে আগুনে এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের কৃষক মো.শহিদুল ইসলাম খান এর বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো.শহিদুল ইসলাম জানান আগুন কি ভাবে লাগে সে জানে না। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকা-ে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিস, ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। গৃহকর্তী মাসুদা বেগম বলেন রান্নাঘর থেকে আগুন লাগার কোন সম্ভাবনা ছিল না। কারণ প্রথমদিকেই আগুন ঘরের উপর দিকে দেখা গেছে। মনে হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। পরে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ঘরটি পুরে গেছে। এদিকে আগুন লাগার খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুবুর রহমান, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনসহ স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের খবরাখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কৃষকের পরিবারের সদস্যদের প্রাথমিক বসবাসের জন্য তিন ঘন্টার মধ্যে ঘর পুন.নির্মানের আশ্বাস দেন। বাবুগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোঃ মোতালেব সরদার জানান- আগুন লাগার খবর পেয়ে বেলা ১টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত দুই ইউনিট একটানা কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরো জানান রান্না ঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT