বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে সোনার বাংলার স্বপ্ন বুনে গেছেন -চরফ্যাশনে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে সোনার বাংলার স্বপ্ন বুনে গেছেন -চরফ্যাশনে পররাষ্ট্রমন্ত্রী - ajkerparibartan.com
বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে সোনার বাংলার স্বপ্ন বুনে গেছেন -চরফ্যাশনে পররাষ্ট্রমন্ত্রী

3:33 pm , February 14, 2023

চরফ্যাশন প্রতিবেদক ॥ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শুধু স্বাধীন দেশ দিয়ে যাননি,দেশকে শক্ত ভীতের উপর রেখে যাননি;তার সাথে তিনি দেশের মানুষের হৃদয়ে সোনার বাংলার স্বপ্ন বুনে গেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের মানুষ বহুকাঙ্খিত সেই সোনার বাংলার লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার চরফ্যাশন ট্যাফনাল ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,বিদেশীরা এদেশকে তলাবিহীন ঝুঁড়ি অখ্যায়িত করে এর কোন ভবিষ্যৎ নেই বলে উপহাস করেছেন। বিদেশীদের উপেক্ষা উপহাসের সেই দেশ আজ সম্ভাবনাময় অর্থনীতির বিশাল ক্ষেত্রে পরিনত হয়েছে। এগুলো সম্ভব হয়েছে দেশের জনগনের জন্য আর শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্য। তিনি আরো বলেন,আমরা ভাগ্যবান। আমরা শেখ হাসিনার মতো নেতৃত্ব পেয়েছি। যার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশে অনেক অভাবনীয় উন্নয়ন হয়েছে। প্রত্যেক মানুষের জীবনমানে অনেক অনেক উন্নয়ন হয়েছে। প্রধান মন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে আজ দেশের মানুষ মঙ্গার শিকার হচ্ছে না,কেউ না খেয়ে মারা যাচ্ছে না। বরং দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন। আওয়ামী লীগ ক্ষমতার আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশের সব গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিয়েছেন।শিক্ষার্থী ও অভিবাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিক্ষাটা হচ্ছে আমাদের ওপরে উঠার সিঁড়ি । তাই অভিভাবকদের সজাগ থাকতে হবে যাতে ছেলে মেয়েদের শিক্ষা সুন্দর হয়। কারণ শিক্ষাই জাতি মেরুদন্ড। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলা । আর সেই সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই। সোনার মানুষ গড়তে শিক্ষার কোন বিকল্প নাই। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ বারিশাল রেঞ্জের ডিআইজি মো. এস,এম আকতারুজ্জামান, জেলা প্রশাসক তৌফিক- ই- লাহী চৌধুরী. ভোলা জেলা পুলিশ সুপার বিপিএম, পিপিএম মো. সাইফুল ইসলাম , উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ প্রমুখ। এর আগে তিনি চরফ্যাশন সদরের জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, দৃষ্টিনন্দন ফ্যাসন স্কয়ারসহ উন্নয়ন মূলক অবকাঠামো পরিদর্শন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT